AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন ও সূচক দুটোই কমেছে


Ekushey Sangbad

০৭:০৬ এএম, অক্টোবর ২৪, ২০১৪
সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন ও সূচক দুটোই কমেছে

একুশে সংবাদ : সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গড় লেনদেন ও সূচক দুটোই কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩১ দশমিক ৯৫ শতাংশ। আর সিএসইতে কমেছে ২২ দশমিক ৬৯ শতাংশ। লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৮১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। আর সমাপ্ত সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ২৭৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে দশমিক ৩১ দশমিক ৯৫ শতাংশ। এই লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮২ দশমিক ৩৮ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির ১ দশমিক ৯২ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির ১২ দশমিক ৩৫ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ৯৪ শতাংশ। ডিএসইর প্রধান সূচক সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৪৯ শতাংশ বা ১৩১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৭১ শতাংশ বা ৫৪ দশমিক ১২ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির। এদিকে গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক কমেছে ২ দশমিক ৪১ শতাংশ বা ৩৯৩ পয়েন্ট। গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। একুশে সংবাদ ডটকম/আর/২৪-১০-০১৪:
Link copied!