AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দল পেয়ে যা বললেন মুমিনুল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:১১ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
দল পেয়ে যা বললেন মুমিনুল

দশম বিপিএলে এরই মধ্যে দলগুলো ৫০ শতাংশ ম্যাচ খেলেছে। টুর্নামেন্টটির মাঝপথে এসে ডাক পেলেন মুমিনুল হক। প্লেয়ার্স ড্রাফটে কোনো দলই তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। তবে এবার বাংলাদেশ দলের সাবেক এই টেস্ট অধিনায়ককে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

হঠাৎ করে রংপুর রাইডার্সে ডাক পাওয়া নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মুমিনুল। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি রিজিকটা আল্লাহর হাতে। ওরা খেলছে আমি এ দেশের ভালো খেলোয়াড় হয়ে খেলতে পারছি না এটা নিয়ে আফসোস হওয়ার কিছু নাই। আমি সবসময় বিশ্বাস করি আপনি আপনার কাজটা করবেন আমি আমার কাজটা করব বাকিটা আল্লাহর হাতে।’

তিনি আরো বলেন, ‘আমি আমার কাজটা করার পর হয়তো সুযোগ পাবো। বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গায় আপনি সবসময় সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো সুযোগটা কাজে লাগানো।’

বিপিএলের মাঝ পথে ডাক পাওয়া নিয়ে মুমিনুল বলেন, ‘সর্বপ্রথম আমার কাছে মনে হয় আল্লাহকে ধন্যবাদ, শুকরিয়া। সেই সঙ্গে রংপুরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমাকে এ বছর বিপিএল খেলার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ হয়তো সবাই পায় না। রংপুর যেহেতু আমাকে সুযোগ দিয়েছে। রংপুরের প্রতি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ।’

একুশে সংবাদ/এস কে

Link copied!