ভোটের আগের দিন থেকে ভোটের পরদিন সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ছাড়া, শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমরা আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই।
বিএনপির এই নেতা বলেন, একতরফা নির্বাচনে সরকার পরিকল্পিতভাবে নিজেরা নিজেরা সহিংসতা ঘটিয়ে দোষ চাপাচ্ছে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর। গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি।
এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়। পরদিন (২৯ অক্টোবর) থেকে চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে দলটি। তারপর লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন কর্মসূচির ঘোষণা দিলো বিএনপি।
একুশে সংবাদ/য.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :