লন্ডনে স্থানীয় হোটেলে এভিয়েশন অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত রোশনারা আলী এমপি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে মার্লবোরো হাউজে কমনওয়েলথ সরকার প্রধানদের দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে কমওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জমকালো আয়োজনে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শুরু হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠান। রাজার আমন্ত্রণে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক সাক্ষাৎ করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনের ক্ল্যারিজ হোটেলের সভাকক্ষে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে বঙ্গভবনে জাতীয় কবি কাজী নিজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের হোটেল ম্যারিয়টে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজীত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে বঙ্গভবনে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আর্ন্তার্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর নিকট বঙ্গভবনে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষক প্রতিবেদন-২০২২ হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলমের সাথে ঢাকায় তাঁর অফিসকক্ষে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক উপ-মহাসচিব Dato Norman Muhamad সাক্ষাৎ করেন।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম (Faisal Naseem) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘এক্সেলারেটর ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’-এর উচ্চ পর্যায়ের ইভেন্টে বক্তৃতা করেন।এসময় নিউজিল্যান্ডের সাবেব প্রধানমন্ত্রী রোটারিয়ান হেলেন ক্লার্ক এবং স্বাস্থ্য সংস্থার উপদেষ্ঠা প্যানেলের সদস্য ড. সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘এক্সেলারেটর ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’-এর উচ্চ পর্যায়ের ইভেন্টে বক্তৃতা করেন।এসময় নিউজিল্যান্ডের সাবেব প্রধানমন্ত্রী রোটারিয়ান হেলেন ক্লার্ক এবং স্বাস্থ্য সংস্থার উপদেষ্ঠা প্যানেলের সদস্য ড. সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত Abdul Ghaffar Al Bulushi সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ সাক্ষাৎ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রদ্যাবর্তন দিবসে বুধবার ( ১৭ মে ২০২৩) গলভবনে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হানিসার সাথে গণভবনে সংযুক্ত আরব আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আলহামুদি সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কিত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠক অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের দোহায় আমিরি দেওয়ানে সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎ করেন।
কাতারের দোহায় ফেয়ারমন্ট এন্ড র্যাফেলস হোটেলে তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে ব্লুমবার্গ-এর এডিটর এট-লার্জ হ্যাসলিন্ডা আমিন (Haslinda Amen)-এর সাথে আলাপচারিতায় প্রধানন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেক হাসিনা কাতার সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দেরে পৌঁছে দর্শনার্থীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
কৃষি সচিব ওয়াহিদা আক্তার ঢাকার শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকি হাউজে আম রপ্তানি কার্যক্রম পরিদর্শন করেন।