
প্রধানমন্ত্রী শেখ হসিনার সাথে নিউইয়র্কে লোটে নিউইয়র্ক প্যালেসে UNHSP (UN-Habitat) এর এক্সিকিউটিভ ডিরেক্টর Maimunah Mohd Sharif সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হসিনার সাথে নিউইয়র্কে লোটে নিউইয়র্ক প্যালেসে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর Karim A.A Khan সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে `The UNGA Platform of Women Leaders’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সদসদপ্তরের লেভেল ওয়ানের কার্ভাড ওয়ালে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিউইয়র্কে লোটে নিউইয়র্ক প্যালেসের দ্বিপাক্ষিক কক্ষে Global Affairs Meta এর প্রেসিডেন্ট Niek Clegg সাক্ষাৎ করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের দ্বিপাক্ষিক কক্ষে ইকুয়াডোর এর রাষ্ট্রপতি Guillermo Lasso Mendoza এর সাথে প্রধামন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের দ্বিপাক্ষিক কক্ষে স্লোভেনিয়ার রাষ্ট্রপতি Borut Pahor এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিউইয়র্কে লোটে নিউইয়র্ক প্যালেসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবার ফাতিমা সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউেইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষন দেন।
ব্রুনাই দারুসসালাম-এর সুলতান Haji Hassanal Bolkiah Mu`izzaddin Waddaulah-কে ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায়ি স্ট্যাটিক স্যালুট প্রদান করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসময় উপস্থিত ছিলেন।
ব্রুনাই দারুসসালাম-এর সুলতান Haji Hassanal Bolkiah Mu`izzaddin Waddaulah-কে বিদায় জানানোর প্রাক্কালে তাঁর সফরের ওপর তৈরি করা তথ্য অধিদফতর-এর আলোকচিত্র অ্যালবাম হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসময় উপস্থিত ছিলেন।