রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছর বয়সের অজ্ঞাত এক কিশোর মারা গেছে। বুধবার (১৫ মে) রাত সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট সেনা মালঞ্চ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি উপরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, বুধবার রাতে সেনা মালঞ্চ গেটের পাশের রেললাইনে পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই কিশোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই কিশোর ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল সেখান থেকে নিচে পড়ে গেছে। তার পরনে ছিল লাল সাদা রংয়ের গেঞ্জি ও হাফপ্যান্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/সা.লা/সা.আ
আপনার মতামত লিখুন :