AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধান ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা!


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০২:১৩ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪
ধান ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা!

নেত্রকোনার কেন্দুয়ায় রাতের আধাঁরে আবুল কালাম বাঙ্গালি নামে এক কৃষকের ১০ শতক ক্ষেতের ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। 


সোমবার (১৪ এপ্রিল)  রাতে উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে হাওরে এ ঘটনা ঘটে। 

কৃষক আবুল কালাম বাঙ্গালি বলেন তিনি এবার ১০ শতক জমিতে ধান চাষ করেছেন। এরই মধ্যে ধান গাছগুলো বড় হচ্ছিল। মধ্য  রাতের কোন এক ফাঁকে কে বা কারা পুরো জমির ধান গাছের মাথা কেটে দিয়েছে।এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। 

তিনি আরো বলেন আমি সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন  স্যারের সাথে কথা বলে কাটা ধান গাছ নিয়ে দেখা করতে  যাচ্ছি এবং থানায় অভিযোগ জানাব।

মাসকা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি  বলেন,এমন ঘটনা খুবই দু:খজনক। আমি চাই যারা এ ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত বিচার হোক।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক এনামুল হক (পিপিএম সেবা) জানান এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করেন নাই।অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!