AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীপিকা-মহেশকে নিয়ে রাজামৌলির নতুন মিশন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৫৭ পিএম, ১১ জানুয়ারি, ২০২৪

দীপিকা-মহেশকে নিয়ে রাজামৌলির নতুন মিশন

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় বরেণ্য নির্মাতা এস এস রাজামৌলির সিনেমা মানেই হিট। তার নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। এই সিনেমায় তার সঙ্গী হয়েছিলেন রাম চরণ এবং এনটিআর। মুক্তির পর বিশ্বব্যাপী সাফল্য অর্জনের পাশাপাশি অস্কারও পেয়েছে সিনেমাটি।


এবার দীপিকা-মহেশকে নিয়ে নতুন মিশনে নামছেন রাজামৌলি। শুধু তাই নয়, তার নতুন সিনেমায় থাকছেন বিদেশি নায়িকাও। নির্মাতা সিনেমাটিতে ইন্দোনেশিয়ার জনপ্রিয় একজন অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনের সূত্র অনুযায়ী, এস এস রাজামৌলি তার পরবর্তী সিনেমায় ইন্দোনেশিয়ার টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী চেলসী ইসলানকে নেওয়ার কথা ভাবছেন। সিনেমায় মহেশের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে চেলসীর। সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোনও।

 

জানা গেছে, ইন্দোনেশিয়ার টিভি শো ‘টেটাঙ্গা মাসা গিতু’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন চেলসী। এমনকি চেলসীর স্ক্রিন টেস্ট নিয়েছেন রাজামৌলি। জোর গুঞ্জন উড়ছে, সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি অভিনয় করবেন বিদেশি এই নায়িকা।

 

নতুন সিনেমায় মহেশের সঙ্গে চেলসীকে দিয়ে ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রভাব তুলে ধরবেন রাজামৌলি। আগামী সেপ্টেম্বরে সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তারা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!