AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার দ্বৈত চরিত্রে কাজ করবে শাহরুখ


Ekushey Sangbad

০৪:৪৮ পিএম, সেপ্টেম্বর ২২, ২০২০
এবার দ্বৈত চরিত্রে কাজ করবে শাহরুখ

একুশে সংবাদ: ‘জিরো’ ছবি মুক্তির পর তার নতুন কোনো সিনেমা আর পায়নি ভক্তরা।তখন থেকে বড় পর্দায় নেই বলিউড বাদশা শাহরুখ খান। বিগ বাজেটে নিশ্চয়ই কোনো চমক নিয়ে ফিরবেন তিনি এমনই আলোচনা চলেছে তাকে নিয়ে। কিন্তু সেটা ঠিক কবে তা ছিলো অজানা। অবশেষে গেল আগস্টের শেষদিকে জানা যায় যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ নামের একটি ছবিতে দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহামকে নিয়ে ফিরতে চলেছেন শাহরুখ। এরপর আসে আরও বেশ কিছু ছবিতে তার কাজ করার খবর। জানা গেছে, গত দুই বছরে প্রায় শতাধিক স্ক্রিপ্ট পড়া হয়েছে তার। যার মধ্যে শাহরুখ সম্মতি দিয়েছেন মাত্র চার সিনেমায়। এরমধ্যে ‘পাঠান’ ছাড়াও রয়েছে রাজকুমার হিরানির একটি ও দক্ষিণের পরিচালক অ্যাটলিরর সঙ্গে একটি বাণিজ্যিক ধারার একটি ছবি। আরও একটি ছবির ব্যাপারে এখনো কোনো আভাস মিলেনি। অ্যাটলির সঙ্গে শাহরুখের সঙ্গে সিনেমাটি নিয়ে বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে কিং খানকে। প্রতিবেদন অনুসারে পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে প্রায় দুই বছর ধরে কথা চালিয়ে যাচ্ছিলেন শাহরুখ। সিনেমার গল্প একজন ভারতের গোয়েন্দা অফিসার এবং একজন অপরাধীকে নিয়ে। তাদের সংঘাত এবং দ্বন্দ্বকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমাটি। তবে এই স্ক্রিপ্টের কাজ এখনো কিছুটা বাকি থাকার কারণে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন না প্রযোজক করণ জোহর। আশা করা হচ্ছে মাসখানেকের মধ্যেই শেষ হবে এর সব প্রস্তুতি। তারপর ছবির শিল্পী তালিকা, শুটিং ডেটসহ বিস্তারিত সব জানাবে ধর্ম প্রডাকশন। তবে ‘পাঠান’-ই হতে যাচ্ছে শাহরুখের প্রত্যাবর্তনের সিনেমা। বলিউড বাদশা নভেম্বরেই সিদ্ধার্থ আনন্দের এ সিনেমা দিয়ে মুম্বাইয়ের একটি শুটিং সেটে ক্যামেরার সামনে দাঁড়াবেন । ২০২১ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির অর্ধেক কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।তারপর রাজকুমার হিরানি এবং অ্যাটলির সিনেমায় কাজ শুরু করবেন তিনি । একুশে সংবাদ/তাশা/গো/২২/০৯/২০২০
Link copied!