AB Bank
ঢাকা শনিবার, ০২ মার্চ, ২০২৪, ১৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

তানোরে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৬:১৫ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৪
তানোরে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর তানোরে একটি পুকুর পাড় থেকে হিন্দু যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করা হয়েছে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামে। 

এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে বিভিন্ন রকমের গুঞ্জন। নিহত যুবক কালিগঞ্জ মাসিন্দা গ্রামের বাসুদেবের পুত্র সুদেব (২৬)। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিহত যুবক সুদেবের লাশ উলঙ্গ অবস্থায় পুকুর পাড়ের ধারে পড়ে থাকা দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন।  

এসময় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কি কারণে সুদেবের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। 

নিহত যুবক সুদেবের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুদেব বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সারারাত পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ি। সকালে জানতে পারি পাশের পুকুর পাড়ে সুদেব নিহত হয়ে পড়ে রয়েছে। 

নিহত সুদেবের বাবা বাসুদেব বলেন, তার ছেলের কোন শত্রু নাই, কারো সাথে কোন গন্ডগোলও নাই। তানোর 

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি কারণে মৃত্যু হয়েছে বলা সম্ভব হচ্ছে না।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!