নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুঃ আব্দুল মমীন এবং পত্নীতলা থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন রাজশাহী রেঞ্জে’র শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন , ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি , নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং রেঞ্জ অফিসসহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
উল্লেখ রবিবার ২১ জানুয়ারি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঃ আব্দুল মমীন ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, পত্নীতলা থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা স্মারক গ্রহন করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :