মানিকগঞ্জে স্ত্রী তাসলিমা বেগমকে (২৫) শিল পাথর দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী জাহিদুল ইসলামের (৩০) বিরুদ্ধে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত জাহিদুলকে আটক করেছে পুলিশ।
জাগীর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, নিহত তাসলিমা বেগম মানিকগঞ্জ সদরের উখিয়াড়া গ্রামের আহাম্মেদ আলীর মেয়ে। জাহিদুল ইসলাম একই গ্রামের আখের আলীর ছেলে। তিনি পেশায় সাটুরিয়া উপজেলায় অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। এই দম্পতি উকিয়ারা গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন।
জাগীর ১ নং ওয়ার্ড এর মেম্বার রাজা মিয়া বলেন, রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে এসে আমি দরজা বন্ধ দেখতে পাই। প্রতিবেশীরা জাহিদুল কে ঘিরে রেখেছে। আমি তাদেরকে জাহিদুল কে বেঁধে রাখতে বলি। তারপর ঘরে এসে দেখলাম মৃত দেহ পড়ে আছে, হাসপাতালে নেয়ার সুযোগ নাই। পরে থানায় ফোন করি ওসি সাহেব নিজে দ্রুত ঘটনাস্থলে আসেন। যখন আঘাতের কথা শুনলাম সারা ঘর তল্লাশির পরে কিছু না পাওয়ায় ঘরের পিছন থেকে মসলা বাটার শিল পাথর যেটা দিয়ে আঘাত করেছে সেটি খুঁজে পাই। তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। তারই জের ধরে হয়তো খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
জাহিদুল এর প্রতিবেশী মোহাম্মদ ইজ্জত আলী বলেন, আমরা অনেক আগে থেকেই শুনছি জাহিদুল এর নাকি মাথায় সমস্যা আছে। বিয়ের আগেও ছিল এখনো আছে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। চাকরিও কয়েকবার বাদ দিয়ে আসছিল।
নিহতের ভাই লাল মিয়া জানান, জাহিদুল ইসলাম এবং তার বাবা-মার সহযোগিতায় আমার বোনকে জাহিদুল ইসলাম নির্মমভাবে হত্যা করেছে। আমি জাহিদুলের ফাঁসি চাই।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রউফ সরকার বলেন, জাহিদুলকে রাতেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :