সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারোত্তোলনে নতুন জাতীয় রেকর্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৪ আগস্ট, ২০২২

বাংলাদেশের ভারোত্তোলক স্মৃতি আক্তার ততক্ষণে ব্রোঞ্জ পদক থেকে ছিটকে গেছেন। মৃদু পায়ে ভারোত্তোলনের হল ত্যাগ করছিলেন।

তুরষ্কের কনিয়া শহরে, চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে মেয়েদের ৫৫ কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে স্মৃতি মোট ওজন তুলেছেন ১৫৬ কেজি যা নতুন জাতীয় রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৫২ কেজি।

স্মৃতি আক্তার নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন কনিয়াতে। স্ন্যাচে স্মৃতির আগের রেকর্ড ছিল ৬৮ কেজি, নিজের রেকর্ড ভেঙ্গে স্মৃতি তুলেছেন ৭০ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে আগের রেকর্ডটি ছিল ফুলপতি চাকমার ৮৪ কেজি। সেটি ভেঙ্গে স্মৃতি তুলেছেন ৮৬ কেজি। 

রেকর্ড গড়েও পদক পাননি স্মৃতি। চার প্রতিযোগির মধ্যে স্মৃতি হয়েছেন চতুর্থ। ১৯৫ কেজি ওজন তুলে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার বেতেসব নাতসিয়া। 

একুশে সংবাদ/এসএস
 

খেলাধুলা বিভাগের আরো খবর