সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিসিসিআইয়ের কড়া শাস্তির মুখে ঈশান কিসান

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪

আগে ‘অবাধ্যতা’র জন্য নানা সমস্যায় পড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিসান, এবার আইপিএলেও শাস্তির মুখে পড়লেন ক্রিকেটার। দিল্লির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের জন্য বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছে ঈশানকে। 

ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় লেভেল ১ অফেন্সে অভিযুক্ত হয়েছেন ২৫ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার। কী রয়েছে এই আইপিএলের আচরণবিধির ২.২ ধারায়? যে আচরণগুলি ক্রিকেটে গ্রহণযোগ্য নয় বা ক্রিকেটের স্পিরিটের বহির্ভূত। যেমন, উইকেটে ইচ্ছাকৃত ভাবে লাথি মারা বা আঘাত করা, অ্যাডভার্টাইজিং বোর্ড, সাজঘরের দরজা, জানলা বা অন্যান্য জিনিষের ক্ষতি করা এই ধারায় অপরাধ হিসাবে মানা হয়।

ম্যাচ শেষে ঈশান কিসানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। ঈশান তার অপরাধ স্বীকার করে নিয়েছেন, বিসিসিআই নিয়ম মতো ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। তবে ঠিক কী অপরাধ করেছেন তা জানাননি কর্তৃপক্ষ। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। তারপর আইপিএলে ফিরেও তাকে ফের শাস্তির মুখে পড়তে হলো। 

 


একুশে সংবাদ/এস কে    

 

খেলাধুলা বিভাগের আরো খবর