সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শালিখায় আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪

মাগুরার শালিখায় আই এফডি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনী  শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷ 

আজ সোমবার দুপুরে ইউএসএ আইডি এর অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় এই প্রদর্শনী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়৷ এ উপলক্ষে উপজেলার দরিশলই গ্রামের ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের জমিতে উৎপাদিত বিনা ২৫ ও ব্রিধান ১০০ ধানের ফসল কর্তন ও মাঠ  দিবসে ৩০ জন কৃষান-কৃষানী অংশগ্রহণ করে৷ 

সঞ্জিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন৷ আইএফডিসির ফিল্ড সুপার ভাইজার শরিফুল আলম মনি,আইএফডিসির সম্প্রসারন অফিসার মোঃ তরিকুল ইসলাম,উপসহকারি কৃষি অফিসার পলাশ বিশ্বাস৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,আইএফডিসির জেলা অফিসার মোঃ আনিচ্ছুজ্জামান৷  শালিখায় তুলনামূলক বিনা ধান ২৫ ধানের ফলন বেশি হওয়ায় আগামী বোরো মৌসুমে বিনা ধান ২৫ চাষে উপস্থিত সকল কৃষক আগ্রহ প্রকাশ করেন ৷

একুশে সংবাদ/এস কে    


 

সারাবাংলা বিভাগের আরো খবর