সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পুরুষ ফুটবলে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৯ এএম, ৮ এপ্রিল, ২০২১

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পুরুষ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার ফাইনালে তারা ২-০ গোলে সিলেট জেলাকে হারিয়ে সোনার পদক জিতেছে। বিজয়ী দলের হয়ে ইমন ও সঞ্জয় একটি করে গোল করেন।

এর আগে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পিয়াসের হ্যাটট্রিকে বিকেএসপি ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাতক্ষীরা জেলাকে। পিয়াসের তিন গোল ছাড়াও মোরছালিন ও ফয়সাল দুটি করে গোল করেছেন। এছাড়া তৌহিদুলের কাছ থেকে এসেছে একটি গোল।

ম্যাচের স্কোর:
সেনাবাহিনী ২-০ সিলেট
(ইমন ২০মিনিট,সন্জয় ৯১)

বিকেএসপি ৮-০ সাতক্ষীরা
 (পিয়াস ৬,৭ ও ১৯ মিনিট,মোরছালিন ৩৬ ও ৬৭ মিনিট,ফয়সাল ৪৯ ও ৮৩ মিনিট,তৌহিদুল ৪৪ মিনিট)

বাস্কেটবলে ব্রোঞ্জ জিতলো রাজশাহী জেলা
বাস্কেটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আধিপত্য দেখিয়েছে রাজশাহী জেলা। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বাস্কেটবল (পুরুষ) ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে দলটি। 
বুধবার ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিমান বাহিনীকে ৫২-৪৮ পয়েন্টে হারায় রাজশাহী জেলা। রাজশাহীর হয়ে সর্বোচ্চ স্কোরার তাসিন, ১৮ পয়েন্ট। রহিম করেন ১৬ পয়েন্ট। বিমানের হয়ে সর্বোচ্চ স্কোরার মেহেদী, পয়েন্ট ১৬। সজিব দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার, ১৩ পয়েন্ট।  
আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় বাস্কেটবলের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।
 

খেলাধুলা বিভাগের আরো খবর