সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নাটোরে ৭ দিনের বইমেলা শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২ ডিসেম্বর, ২০২২

নাটোরে সাতদিনের বইমেলা শুরু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পৌর শহরের কানাইখালী মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

 

বইমেলা শুরুর আগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় বইমেলার আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্র। ৮ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

 

মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের এমপি রত্না আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, সমাজকর্মী সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু প্রমুখ।

 

মেলা প্রসঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি আফজাল আহমেদ বলেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন মেলার মঞ্চে শিক্ষার্থীদের জন্যে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় ঢাকার ২৬টি প্রকাশনীসহ ৪০টি স্টলে বই প্রদর্শিত হচ্ছে।

 

একুশে সংবাদ/আ.বা/পলাশ

সাহিত্য বিভাগের আরো খবর