সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে টানা জয় পেলো বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৫ মে, ২০২৪

ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটিতে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২য় জয় তুলে নিলো বাংলাদেশ। এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ।ব্যাটে-বলে পারফরম্যান্স করে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৬উইকেটে হারিয়েছে টাইগাররা।  

স্বাগতিকদের ১৩৯ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকেন লিটন কুমার দাস। তাকে সঙ্গ দেন তানজিদ তামিম। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪১ রান তুলে বাংলাদেশ। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর লিটনকে সঙ্গ দেন শান্ত।  দুজনের কেউই ইনিংস লম্বা করতে পারেননি। ১৫ বলে ১৬ রান করে শান্ত আউট হলে, ২৫ বলে ২৮ রান করে তাকে সঙ্গ দেন লিটন।

তৃতীয় দফায় বৃষ্টির বাঁধা দিলে, ১০ মিনিট পর খেলা শুরু হয়। এরপর টাইগার শিবিরের হাল ধরেন তাওহীদ হৃদয় এবং জাকের আলী।জাকেরও ইনিংস বড় করতে পারেননি । ১২ বলে ১৩ রান করে এনগারাভার বলে বোল্ট আউট হন তিনি।

এরপর মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন হৃদয়। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ১৬ বলে ২৬ রান এবং হৃদয়ের ২৫ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। জিম্বাবুয়ের হয়ে দুই উইকেট শিকার করেন লুক জঙ্গি। এ ছাড়াও রিচার্ড এনগারাভা এবং এনডলোভু নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটিং নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। দলীয় ৩৬ রানেই চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৪ বলে ২ রান করে মুরামানি আউট হলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জয়লর্ড গাম্বি। তবে ইনিংস বড় করতে পারেননি। ৩০ বলে ১৭ রান করে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সিকান্ডার রাজা। ৮ বলে ৩ রান করে রিশাদের প্রথম শিকার হন তিনি।

এরপর ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অভিষিক্ত জনাথন ক্যামফেল। ২৪ বলে ৪৫ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। তবে শেষ পর্যন্ত বেনেটের ২৯ বলের হার না মানা ৪৪ রানে ভর করে ১৩৯ রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও শরিফুল ইসলাম, মাহেদী হাসান এবং সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

একুশে সংবাদ/এস কে    

খেলাধুলা বিভাগের আরো খবর