সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রেম

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২ মে, ২০২৪

মহাশূন্যে ভেসে থাকে প্রেম। অসীম, সসীমে, পাতালে, মহাকাশে, অন্তরিক্ষে, স্বর্গের দুয়ার খুলে প্রেমের গুণকীর্তন। পবিত্র এক স্নিগ্ধ অনুভূতি। রাতের আকাশে তারার মেলায়,সমুদ্রের মাতাল ঢেউয়ের দোলায় কিসের আবাহন?  সবুজ, শ্যামল প্রান্ত ছুয়ে পাহাড়ের চুড়ায়। বরফের দেশে প্রথম সূর্য কিরণে, সপ্ত আকাশের পড়তে পড়তে প্রেমের বন্দনা। প্রেম জাগরণে, সমর্পণে ত্যাগের মহিমায়। বিরহের ওষ্ঠাগত প্রহরে  প্রেমের জন্ম,মিলনে তার মৃত্যু অনিবার্য। সৃষ্টির আদি লগ্ন থেকে ধ্বংসের প্রলয়ে প্রেম দন্ডায়মান দোর্দন্ড  দাপটে। প্রেম এক ঐশ্বরিক আলো যা নারী -পুরুষের সম্পর্কের মাঝ বরাবর কখনো জেগে ওঠে। সূর্যের আলো যখনি চাঁদকে আলিঙ্গন করে প্রেম সেখানে বসত করে। কি মায়াময় রাতের জোস্না পৃথিবীকে ভাসিয়ে দেয় প্রেমের বন্যায়। পুর্নিমা রাত বসন্তের মাতাল হাওয়ায় শিমুল,পলাশের বনে পাহাড়ের চুড়ায়, কি অপরূপ সৌন্দর্য্যের লীলাময় শোভায় ধরণী রাঙিয়ে দেয়। কিংবা অমাবশ্যার নিশ্চিম কালো আঁধারে সব ঢেকে দেয় প্রেম লাীলায়-- ক্রমশ

 

একুশে সংবাদ/ই.হ.জা/জাহা

সাহিত্য বিভাগের আরো খবর