সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

"প্রেম "পার্ট-৪

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ৫ মে, ২০২৪

প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে যে কখন আটকা পড়ে যায়! মানব শিশুর করুন আর্তনাদ, দানবের কঠিন অট্টহাসিতে মিলিয়ে যায়। স্বর্গের পবিত্র মহিমায় প্রেম ধরা দেয় মানবের মাঝে। দানব তাকে দুমড়ে মুচড়ে ঘাড় মটকে রক্ত পান করে। মহাবিশ্বের -মহা বিস্ময়, স্রষ্টার নিগুঢ় রহস্যের আঁধারে ঢাকা প্রেম কে আবিষ্কার করে মানবের সাধ্য কোথায়?  জাগতিক সুখের মিলন কিংবা কাম লীলায় প্রেমের অস্তিত্ব কোথায়! প্রেম ঐশ্বরিক বিধাতার এক বিশাল রত্নভান্ডার। যেখানে বাস করে মোহ মায়া। যেখানে সুখেরা স্বপ্নের মাধবীলতায় ফুলের সৌরভ কে আলিঙ্গন করে। সেই প্রেমের অন্তরা কখনো ছুঁয়ে যায় বোকা মানবের হৃদয়, মন। মানুষ যখন তার মানসির কাছে প্রেম খুঁজে কামনার স্রোতে, সংসারের মিছে বন্ধনে তখনই মরে সে। নীল বিষের যন্ত্রণা, নীলাভ রক্ত গোলাপের কাটা ক্ষত-বিক্ষত করে তার হৃদয়ের তন্ত্রী। কাটা মুরগির মতো সে ছটফট করে প্রিয়ার বুকে মাথা রাখতে কিন্তু মৃত্যু ও তাকে আলিঙ্গন করে না! সেখানে যন্ত্রণার কালো মেঘ তাকে ঘিরে ফেলে--ক্রম

সাহিত্য বিভাগের আরো খবর