সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বুদ্ধু খোকা

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪

এই নগরের সকল নর্দমা,   
তেড়ে আসে’
লক্ষ্যবস্তুর কেন্দ্রবিন্দুতে,
দাড়িয়ে খোকা’
মাধবীলতার চাষ করেছিল,
সুপার ফ্লপ’
নগর জুড়ে আধুনিকতার ছোঁয়া,
তারা নর্দমার সুবাস মাখে’
গন্ধরাজ, রজনীগন্ধা, বেলী, গোলাপ,
নগর সভ্যতার ডাস্টবিনে।
এই নগর পতিত,পতিতার দখলে,
নিরাবরণ যৌনতা বাতাসে ভাসমান।
এক দুই তিন শূন্য থেকে নয়,
সংখ্যার রসিকতায় প্রেম খুঁজে’
প্রেমাষ্পদ বিকৃত কামনায় বুদ,
দিনমান রাতের আঁধার খুঁজে।
প্রেয়সীর চোখ,মুখে অর্থের ছবি,
নোংরা গলিপথে বাসর সাজায়,
হাজারো নষ্ট পথিক ,
ফুলে ফুলে রেনু মাখায়’
বিষন্ন রাতে নগর জেগে উঠে,
মোহের থালা,বাসন,কম্বল,লুটা’
স্বার্থের আগুনে পুড়ে ছাই।।


একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা

 

সাহিত্য বিভাগের আরো খবর