সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ৬০ জন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৮ জুলাই, ২০২১

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৫ জনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ৫৪ এবং চট্টগ্রাম বিভাগে ৪০ জনের মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮৯৪ জনে। 

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ৫৭৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন করোনা রোগী।

আজ রবিবার (১৮ জুলাই) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন।

মারা যাওয়া ২২৫ জনের মধ্যে ১২৩ জন পুরুষ ও ১০২ জন নারী। মৃতদের ১৩ জন বাড়িতে আর বাকীরা সবাই হাসপাতালে মারা গেছেন। 

একুশে সংবাদ/বাবু

 

স্বাস্থ্য বিভাগের আরো খবর