সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোববার থেকে বাংলাদেশ-ভারত দ্বৈরথ শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪

আগামীকাল রোববার (২৮ এপ্রিল) প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা।সেই সাথে এই সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি নিতে চায় টিম ইন্ডিয়া। সিলেট স্টেডিয়ামে বিকেল চারটায় ম্যাচ শুরু হবে।  

দু‍‍`দলের সবশেষ সিরিজে জয়-পরাজয় ছাপিয়ে সমালোচিত হয়েছিলেন ভারত অধিনায়ক। মিরপুরে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কটাক্ষ করেছিলেন।

ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ভারতের মতো দলের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি খেলা এবং দলটাকে আমরা যে কঠিন সময় পার করে এসেছি এটা থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।

টিম ইন্ডিয়া সম্পর্কে ধারণা রেখেছে টাইগ্রেস। হারপ্রীত, স্মৃতি মান্ধানারা ভয়ংকর হয়ে উঠার সামর্থ্য রাখে। বোলারদের কাছে অধিনায়কের চাওয়া দায়িত্বশীল ক্রিকেট খেলা। অভয় দিচ্ছে সিলেটের উইকেট।

টাইগ্রেস অধিনায়ক আরও বলেন, ১৪০-১৫০ প্লাস রান যদি আমরা করি তাহলে বোলিং অ্যাটাকে ডিফেন্ড করাটা একটু হলেও হয়ত সহজ হবে। সিলেট উইকেট বরাবরই স্পোর্টিং উইকেট। বড় স্কোর হয় এখানে। টি-টোয়েন্টিতে সবাই চায় যাতে বড় স্কোর হোক।

ম্যাচ ডের আগে অনুশীলন করেনি ভারত। তৃতীয়বারের মত বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওরা। তবে অন্যবারের চেয়ে গুরুত্ব বাড়িয়েছে নারী বিশ্বকাপের আয়োজক বলেই।

ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, এ সিরিজ বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা এখানে বিশ্বকাপের ম্যাচ হবে, আশাকরি ভালো ক্রিকেট খেলতে পারব। বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী।


একুশে সংবাদ/এস কে  

 

খেলাধুলা বিভাগের আরো খবর