সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২০ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন,গ্রামীণ স্বাস্থ্য সেবা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা আইন করে দেশের সকল প্রাইভেট হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ করা হবে বলে তিনি জানান। শনিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

ডা: সামন্ত লাল সেন বলেন, গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালকে কিভাবে আরও সচল করা যায়, এখানে এসে মানুষ আরও সেবা নিতে পারেন সেই পদক্ষেপ নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে মত বিনিময়ে সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক, জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা: মাহমুদ আক্তার।

 

একুশে সংবাদ/এ.টি/সা.আ

স্বাস্থ্য বিভাগের আরো খবর