সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পানি ও স্যালাইন নিয়ে রাস্তায় জেলা প্রশাসক

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪

ফরিদপুর জেলাশহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা প্রশাসনের আয়োজনে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

দেখা যায়, শহরের জনতা ব্যাংকের মোড়, বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পেশার কমপক্ষে ২০০ মানুষের মাঝে বিনামূল্যে ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, এই তাপদাহ যতদিন পর্যন্ত চলবে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে আমাদের এই সুপেয় খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলবে। প্রতিদিন কমপক্ষে ২০০ মানুষকে বিনামূল্যে ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইন দেওয়া হবে। চাহিদা বৃদ্ধি পেলে এর পরিমাণ আরো বৃদ্ধি করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর