সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আর্জেন্টিনার কোচ স্কালোনির ঘরে আরও একটি পুরস্কার

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১০ জুন, ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মূল কারিগর যদি স্কালোনিকে বলা হয় তবে তা ভুল হবে না। বিশ্বকাপ জয়ের পর বহু পুরস্কার ঘরে তুলেছেন মেসিদের এই গুরু। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগের ভোটে সেরা কোচ নির্বাচিত হন তিনি। হন ফিফার বর্ষসেরা কোচও। এছাড়া, মার্চে নির্বাচিত হন আমেরিকার বর্ষসেরা কোচ।


এবার লাতিন আমেরিকার সেরা কোচের পুরস্কার গ্রহণ করেন স্কালোনি। ২০৮ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনি। তারপরই রয়েছে  ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা। তবে তিনি  ভোট পান মাত্র ৩৫টি। অর্থাৎ, ৭২টি ভোট বেশি পেয়ে সেরা নির্বাচিত হন স্কালোনি।

 

পুরস্কারের আকার নিয়ে রসিকতা করলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ। তিনি বলেন, ‘স্বীকৃত এমন পুরস্কার আমাকে গর্বিত করে। খেলোয়াড়, কোচিং স্টাফদের কাজের ফলাফল এটি।’

 

স্কালোনি আরো বলেন, ‘শুধু শিরোপা জিতলেই কোচ খেলোয়াড়দের মূল্য দিতে হবে না। এমন অনেক সময় আছে যখন আপনি সবকিছু ঠিক ভাবে করেন কিন্তু জিততে পারেন না। দুর্ভাগ্যবশত, এই পৃথিবীতে আমরা শুধু বিজয়ীকে পুরস্কৃত করি। এমন অনেক সময় আছে যখন আমরা জিততে পারিনি। ২০১৯ কোপা আমেরিকাতেও আমরা হেরেছি।’

 

একুশে সংবাদ.কম/সম 
  

খেলাধুলা বিভাগের আরো খবর