সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টানা দ্বিতীয়বার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এ নিয়ে  টানা দ্বিতীয়বারের মত বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন বাবর।

 

আজ গেল বছরের সেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। নারী ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার।

 

গেল বছর ৯ ওয়ানডেতে টানা  ৩ সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরিতে ৮৪ দশমিক ৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন বাবর।

 

মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ১১৪ ও অপরাজিত ১০৫ রান করেছিলেন বাবর। এরপর জুনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি।

 

গেল বছর মাত্র এক ইনিংসে দুই অংক স্পর্শ করতে পারেননি বাবর। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১ রান করেছিলেন তিনি।

 

২০২১ সাল থেকেই ধারাবাহিকভাবে  পারফরমেন্স  করে আসছেন বাবর। ঐ বছরের জুলাই থেকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

 

শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও ওয়ানডে ফরম্যাটে দলকে দারুনভাবে নেতৃত্ব দিয়েছেন বাবর। তার অধিনায়কত্বে ৯ ওয়ানডের ৮টিতেই জিতেছিলো পাকিস্তান। যার সুবাদে ২০২২ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন বাবর।

একুশে সংবাদ/সম  

খেলাধুলা বিভাগের আরো খবর