সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৩ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ইংলিশরা।

ফাইনাল বল হাতে পাকিস্তানকে ১৩৭ রানে থামিয়ে দিয় ইংলিশরা। জবাবে ১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে জস বাটলার বাহিনী।

 

মেলবোর্নে ৯২’র ইতিহাস ফিরিয়ে আনার সুযোগ ছিল বাবর আজমদের সামনে। কিন্তু তা আর হতে দিলেন না ইংরেজ বাহিনী। পূর্বসূরিদের হারের সেই বদলা নিলো তাদের অনুজরা। ইংলিশদের জয়ের কাজটুকু আগেই সহজ করে দিয়েছিলেন রশিদ, কারানরা।

 

আর ব্যাট হাতে বাকি কাজটুকু সারেন বাটলার, স্টোকস, মঈন আলিরা। শিরোপা জয়ে বল হাতে নেতৃত্ব দেন স্যাম কারান। আর ব্যাট হাতে ত্রাতা হয়েছিলেন বেন স্টোকস।

 

টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে ১৩৮ রান করে ম্যাচে জয় তুলে নেয়। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ইংলিশরা।

 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর