সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চরম উত্তেজনার এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

দুবাইয়ে জমজমাট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এই ম্যাচে ভারত একাদশে এসেছে তিনটি পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া ফিরেছেন একাদশে, সঙ্গে এসেছেন দীপক হুডা আর রবি বিষ্ণোই। বাদ পড়েছেন দীনেশ কার্তিক, আবেশ খান আর রবীন্দ্র জাদেজা। কার্তিকের অনুপস্থিতিতে উইকেটরক্ষক হিসেবে থাকবেন ঋষভ পান্ত। 

এদিকে পাকিস্তান দলে অবশ্য পরিবর্তন আসেনি খুব একটা। পেসার শাহনেওয়াজ দাহানি চোটের কারণে নেই দলে। তার জায়গায় একাদশে এসেছেন পেসার মোহাম্মদ হাসনাইন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ

একুশে সংবাদ/এসএস
 

খেলাধুলা বিভাগের আরো খবর