সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাহরাইন যাচ্ছে বাংলাদেশ ভলিবল দল

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১ আগস্ট, ২০২২

২১তম এশিয়ান অনূর্ধ্ব-২০ পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ থেকে ২৯ আগস্ট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাহরাইনে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বিষয়টি নিশ্চিত করে বলেন, এই টুর্নামেন্টে ১৮টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইরাক।

এই টুর্নামেন্টে ভালো ফলাফল করতে পারলে র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘কয়েক বছর আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়ে সেমিফাইনালে উঠেছিলাম। তখন ২২২ দেশের মধ্যে আমাদের র‍্যাঙ্কিং ১৬৫ থেকে উন্নীত হয়ে ৮৫ হয়েছিল। গত কয়েক বছর খেলা হয়নি বলে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে এখন ১০৫ হয়েছে। আশা করি, বাহরাইনে ভালো খেলতে পারলে র‍্যাঙ্কিং আবার বাড়বে।’

জাতীয় দলের ইরানী কোচ আলীপোর আরোজির অধীনে এই দলটি যাচ্ছে বাহরাইন। তার সহকারী হিসেবে যাচ্ছেন ইমাদুল হক, সফিকুর রহমান ও মাসুদ হাফিজ। টিম ম্যানেজার তরিকুল আনোয়ার খান ও রেফারি শেখ রাসেল হাসান। খেলোয়াড় যাবেন ২২ জন।

যে ১৮ দেশ অংশ নেবে

‘এ’ গ্রুপ : বাহরাইন, হংকং, সৌদি আরব।
‘বি’ গ্রুপ : ইরান, জাপান, ভারত।
‘সি’ গ্রুপ : কোরিয়া, কাতার, কুয়েত।
‘ডি’ গ্রুপ : থাইল্যান্ড, কাজাখস্তান, আরব আমিরাত।
‘ই’ গ্রুপ : ইরাক, অস্ট্রেলিয়া, বাংলাদেশ।
‘এফ’ গ্রুপ : চীন, চাইনিজ তাইপে, পাকিস্তান।

 একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর