সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জ্বালানির অভাবে অনুশীলনেও যেতে পারছেন না ক্রিকেটার

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৬ জুলাই, ২০২২

ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। নেই খাদ্য! জ্বালানি তেলের অভাবও বিরাজ করছে সেখানে। এবার লঙ্কান ক্রিকেটার চামিকা করুণারত্নে জানালেন, এতে ভুগছেন তিনিও। দুই দিন লাইনে দাঁড়িয়ে গাড়ির তেল নিতে হচ্ছে। যে কারণে নিয়মিত অনুশীলনও করা হচ্ছে না তার।

সম্প্রতি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বলেন, ‘দুই দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর ভাগ্যক্রমে পেট্রোল পেয়েছি, প্রচুর জ্বালানী সংকটের কারণে আমি আমার ক্রিকেট অনুশীলনেও যেতে পারিনি।’ 

এ পরিস্থিতিতেই শ্রীলঙ্কার সামনে এশিয়া কাপ আয়োজনের চ্যালেঞ্জ। সঙ্গে আছে দেশটির টি-টোয়েন্টি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের দায়িত্বটাও। সে ভাবনা একপাশে রেখে নিজের কথাই ভাবছেন লঙ্কান এই ব্যাটসম্যান।

বলেন, ‘এশিয়া কাপ আসছে এবং এলপিএলও হবে এই বছর। আমি জানি না কী হবে, কারণ আমাকে অনুশীলন করতে হবে, ক্লাব ক্রিকেটে অংশ নিতে কলম্বোসহ বিভিন্ন জায়গায় যেতে হবে। এদিকে জ্বালানির অভাবে আমি অনুশীলনেও যেতে পারছি না। পেট্রোলের জন্য লেগে আছে বিশাল লাইন, সে কারণে দুদিন থেকে কোথাও যেতে পারিনি। কপাল ভালো আজ পেয়েছি, কিন্তু দশ হাজার রুপির এই পেট্রোল সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকবে।’

সাম্প্রতিক সংকট নিয়ে উদ্বেগ আছে বটে, তবে এর মাঝেও ২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কার আয়োজন করা, সেখানে অংশগ্রহণকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। তিনি বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত এবং আমি মনে করি বড় আসরের জন্য দেশটি যথেষ্ট জ্বালানি জোগাবে। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি এবং ম্যাচটা ভালো হয়েছে। এমনকি এশিয়া কাপের প্রস্তুতিও চলছে।’ 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর