সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অনুশীলনে চোট পেয়েছেন লিটন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৫ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন চট্টগ্রামে বাংলাদেশ দল। মঙ্গলবার (৩০ এপ্রিল) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকেই অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। এ সময়ে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোট পান ওপেনার লিটন দাস। অনুশীলনের সময় কোমরে চোট পেয়ে তৎক্ষণাৎ মাটিতে শুইয়ে পড়েন তিনি।

খোঁড়াতে খোঁড়াতে বাউন্ডারি লাইনে পৌঁছালে লিটনকে ম্যাসাজ দেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফিজিও বায়জেদুল ইসলামের সঙ্গে ড্রেসিংরুমের পথ ধরেন এই ওপেনার। তবে ডানহাতি এই ব্যাটারের চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, বন্দরনগরী চট্টগ্রামে ৩, ৫ এবং ৭ মে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১০ ও ১২ মে মিরপুর শের-ই-বাংলায় গড়াবে সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ।

অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১, ২৩ ও ২৫ মে গড়াবে ম্যাচ তিনটি। 

একুশে সংবাদ/এস কে    

 

খেলাধুলা বিভাগের আরো খবর