সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আদালতের মাধ্যমে প্রার্থী ফিরে পেয়েছে সোনারগাঁয়ের রুমা

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা বৈধ বলে রায় পেয়েছেন সোনারগাঁ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর ইসলাম রুমা। 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা নির্বাচন ২১ মে ২০২৪ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর ইসলাম রুমার বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করে ঋন খেলাপী বলে অপপ্রচার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। 

তারই ধারাবাহিকতায় কোহিনূর ইসলাম রুমা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের স্বরপণ্য  হলে ৩০ এপ্রিল (মঙ্গলবার)  যথারীতি বিজ্ঞ আদালত নথিপত্র যাচাই-বাছাই করে মহিলা ভাইস চেয়ারম্যান রুমার মনোনয়ন পত্র বৈধ বলে রায় প্রদান করেন। 

বিজ্ঞ আদালত বলেন, তিনি নির্বাচন করতে সক্ষম এবং নিয়ম মাফিক নির্বাচন প্রচার প্রচরণা ও অংশ গ্রহণ করতে পারবেন। 

কোহিনূর ইসলাম রুমা ইতি পূর্বেও ২০০৯ সালে অত্র পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন এবং ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। 

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামেগঞ্জ, পাড়া-মহল্লায় গুঞ্জন রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর ইসলাম রুমা পক্ষে। সাধারণ জনগণ মনে করেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমা একজন অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি।  তিনি শিক্ষিত, শিক্ষা অনুরাগী সমাজ সেবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষে উপকার হবে এবং এলাকার উন্নয়ন হবে।

রুমার পিতা মরহুম হাজী শফিউদ্দিনও পেশায় একজন আদর্শ বান শিক্ষক ছিলেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর ইসলাম রুমা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর