সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উইম্বলডনের সেমিফাইনালে সানিয়া মির্জা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৫ জুলাই, ২০২২

তার বয়স ৩৫ ছুঁইয়েছে। ইতিমধ্যে সানিয়া মির্জা জানিয়ে দিয়েছেন, এটাই তার শেষ উইম্বলডনই। ক্যারিয়ারের শেষ উইম্বলডনটা রাঙানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি। নারী দ্বৈত বিভাগে ব্যর্থ হলেও মিশ্র দ্বৈতে শিরোপার পথে এগিয়ে গেছেন বেশ।

কোয়ার্টারে হারিয়েছেন চতুর্থ বাছাই জুটিকে। ৬-৪, ৩-৬, ৭-৫ ব্যবধানের জয় নিয়ে সঙ্গী ক্রোয়েশিয়ার মেট পেভিককে সঙ্গে নিয়ে পৌঁছে গেছেন প্রতিযোগিতার সেমিফাইনালে। উইম্বলডনের মিশ্র দ্বৈতে এটাই তার সর্বোচ্চ অর্জন।

প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়া-পেভিক। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কি। চতুর্থ বাছাই এই জুটির বিরুদ্ধে দারুণ লড়তে হলো দু’জনকে। এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে অবশ্য শেষ হাসিটা হেসেছেন সানিয়ারাই। 

লড়াইয়ের প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তারা। তৃতীয় সেটে সানিয়াদের দারুণ প্রত্যাবর্তন বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় ডাবরস্কিদের। তাতেই ৭-৫ ব্যবধানের জয় তুলে নিয়ে তারা চলে যান প্রতিযোগিতার সেমিফাইনালে।

একুশে সংবাদ/এসএস
 

খেলাধুলা বিভাগের আরো খবর