সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হেরে ব্যাটারদের দুষছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৭ জানুয়ারি, ২০২২
ছবি: বিসিবি

বিশ্বচ্যাম্পিয়নের তকমা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে যুব টাইগাররা। এ হারের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলছেন অধিনায়ক রাকিবুল হাসান।

ম্যাচের পর রাকিবুল বলেন, ‘আমাদের ব্যাটিং নিয়ে বসতে হবে, ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব। শেষ দিকে কিছু ব্যাটসম্যান ভালো ব্যাট করেছে। আমাদের মূল ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারলে অনেক ভালো করতে পারব।’

এছাড়া রাকিবুল, ‘বোলিং আমরা ভালোই করেছি, উইকেট থেকে সহায়তা পেয়েছি। তাই বোলিং ও ফিল্ডিং ইউনিট নিয়ে আমি খুশি। আমাদের ব্যাটিংয়ে নজর দিতে হবে এবং উন্নতি করতে হবে। আরও দুটি ম্যাচ আছে, আমাদের দুটি ম্যাচই জিতে পরের পর্বে কোয়ালিফাই করতে হবে। আর এজন্য আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর