সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৮ উইকেটে হার

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩০ নভেম্বর, ২০২১

ঘরের মাঠে টি-টোয়েন্টে সিরিজে হোয়াইটওয়াশের পর টেস্ট সিরিজও হার দিয়ে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাবর আজমের পাকিস্তান।

টেস্টের চতুর্থ দিন শেষেই বড় জয়ের আভাস নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ফলাফল প্রত্যাশিতভাবেই গড়াল। ফলে দুই ম্যাচ টেস্টে সিরিজে ১-০তে পিছিয়ে গেল মুমিনুল হকের বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির পঞ্চম দিনে মাঠে নামে দুদল। দিন শেষে বিনা উইকেটে ১০৯ রানে মাঠ ছাড়ে দলটি। আবিদ আলী ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রানে মাঠ ছাড়েন। 

টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরিরতে ৩৩০ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ২৮৬ রানে থামিয়ে দেন তাইজুলরা। ফলে ৪৪ রানে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাগ্র ২০২ রান। ফলে পাকিস্তান মাত্র দুই উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২০৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর