সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাকিব-তামিমরা না থাকায় হতাশ মুমিনুল

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৫ নভেম্বর, ২০২১

বাংলাদেশ আইসিসির গত টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শেষ করেছে একেবারে তলানিতে থেকে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে অধিনায়ক মুমিনুল হকের পায়ের নিচে মাটি নড়বড়ে। দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার টেস্টে না থাকায় হতাশ বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। সাকিব আল হাসান, তামিম ইকবালরা না থাকায় সিরিজ শুরুর আগেই কিছুটা ভেঙে পড়েছেন মুমিনুল।

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে  বৃহস্পতিবার অনলাইনে সংবাদ সম্মেলনে উঠে এল ইনজুরিতে থাকা সাকিব, তামিম, তাসকিন আহমেদদের প্রসঙ্গে। সংবাদ সম্মেলনে হতাশা ঝরল অধিনায়ক মুমিনুলের কণ্ঠে।

টেস্টে মাঠে নামার আগে মুমিনুল হক বলেন, ‘একজন অধিনায়কদের জন্য এটা খুবই চ্যালেঞ্জ, যখন সিনিয়ররা থাকেন না। ওয়ানডে ও টি-টোয়েন্টির চিত্র আলাদা, কিন্তু টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়। একটু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। তরুণ অধিনায়ক হিসেবে আমার জন্য অবশ্যই এটা হতাশাজনক।’

তার পরও শূন্যতা আকড়ে পড়ে থাকা চান না মুমিনুল। তিনি বলেন, ‘কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে হবে না। জুনিয়রদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের জন্য এটা নতুন সুযোগ, নিজেকে প্রমাণ করার, নিজেকে দেখানোর।’

দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়া তামিমের ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। কিন্তু আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। সাকিবকে নিয়ে প্রথম টেস্টের দল ঘোষণা হলেও চোট থেকে সেরে উঠেননি এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে ছিটকে যান তাসকিন।

নিসিয়র ক্রিকেটারদের নিয়ে মুমিনুল বলেন, ‘সাকিব ভাই, তামিম ভাই, তাসকিন- তারা নিয়মিত খেলোয়াড়। তারা না থাকলে আমার কাজ একটু কঠিন হয়ে যায়। তবে এটা চলমান প্রক্রিয়া। কাউকে পাব, কাউকে পাব না। এটা নিয়ে পড়ে থাকলে হবে না। যারা আছে তাদের নিয়ে এগোতে হবে।’

একুশে সংবাদ/এসএস/

খেলাধুলা বিভাগের আরো খবর