সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডোর দ্বিতীয় দিনেও আনসারের দাপট

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ৯ এপ্রিল, ২০২১

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের জুডো প্রতিযোগিতার প্রথম দিন বিকেএসপির সঙ্গে দাপট দেখিয়েছিল বাংলাদেশ আনসার। দ্বিতীয় দিনও সেই ধারাবাকিতা ধরে রাখল তারা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩টি ওজন শ্রেণির মধ্যে দুটির স্বর্ণপদকই জিতেছে বাংলাদেশ আনসার।  

পুরুষ অনূর্ধ্ব-৬৬ ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মো. সাদ্দাম হোসেন। রৌপ্যপদক জিতেছেন বিকেএসপির খালেদুল হাসান মিলু। যৌথভাবে ব্রোঞ্জপদক পান বাংলাদেশ সেনাবাহিনীর মো. সগীর হোসাইন ও বাংলাদেশ আনসারের তন্ময় আলী। 

মহিলা অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের তাবাস্সুম তমা জেরিন। ভিডিপির উক্রুহ মারমা জেতেন রৌপ্যপদক। যৌথভাবে ব্রোঞ্জপদক জেতেন রাজশাহী বিভাগের মোছা. তাসলিমা পারভীন কাকলি ও বরিশাল বিভাগের মনিয়া হাসান স্মৃতি।

মহিলা অনূর্ধ্ব-৫২ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের সিংমা প্রু মারমা। ভিডিপির মাসিনু মারমা জেতেন রৌপ্যপদক। যৌথভাবে ব্রোঞ্জবদক জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি রানী হালদার ও বরিশাল বিভাগের মোছা. সুমাইয়া আক্তার।  

গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া জুডো প্রতিযোগিতার দুদিনে মোট ৭টি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শেষ দিন ৯ এপ্রিল ৩টি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

 

খেলাধুলা বিভাগের আরো খবর