সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারোত্তোলনে আরোও দুই রেকর্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৭ পিএম, ৮ এপ্রিল, ২০২১

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভারোত্তলনে বৃহস্পতিবার দুটি রেকর্ড হয়েছে।

ছেলেদের ১০২ কেজি ওজন বিভাগেই রেকর্ড দুটি হয়। সোনা জয়ের পথে ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১৬০ কেজি উত্তোলন করেন সেনাবাহিনীর আশিকুর রহমান। রুপা জয়ের পথে স্ন্যাচে ১২১ কেজি তুলে রেকর্ড গড়েন বাংলাদেশ আনসারের আমিনুল ইসলাম।
এ ইভেন্টে স্ন্যাচে ১২০ কেজি, ক্লিন এন্ড জার্কে ১৬০ কেজি, মোট ২৮০ তুলে সোনা জিতেছেন আশিকুর রহমান। আমিনুল ইসলাম স্ন্যাচে ১২১, ক্লিন এন্ড জার্কে ১৫৩, মোট ২৭৪ কেজি তুলে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ের পথে বর্ডার গার্ড বাংলাদেশ-এর তোফায়েল আহমেদ স্ন্যাচে ৯০, ক্লিন এন্ড জার্কে ১২১, মোট ২১১ কেজি তুলেছেন।

নারীদের ৭৬ কেজি ওজন বিভাগে আনসারের জহুরা খাতুন নিশা সোনা জয়ের পথে স্ন্যাচে ৭১, ক্লিন এন্ড জার্কে ৯১, মোট ১৬২ কেজি তুলেছেন। রুপা জয়ী বাংলাদেশ সেনাবাহিনীর রোকেয়া সুলতানা সাথী স্ন্যাচে ৬৫, ক্লিন এন্ড জার্কে ৮৮, মোট ১৫৩ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জেলের আয়েশা খাতুন পান্না স্ন্যাচে ৫৩, ক্লিন এন্ড জার্কে ৬৬, মোট ১১৯ কেজি তুলেছেন।
নারীদের ৮১ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর মনিরা কাজী স্ন্যাচে ৭৫, ক্লিন এন্ড জার্কে ৯৪, মোট ১৬৯ কেজি তুলে সোনা জিতেছেন। রুপা জয়ের পথে বাংলাদেশ আনসারের ফিরোজা পারভীন স্ন্যাচে ৫৮, ক্লিন এন্ড জার্কে ৬৫, মোট ১২৩ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জেলের অনুফা আক্তার স্ন্যাচে ৫০ ও ক্লিন এন্ড জার্কে ৫৫, মোট ১০৫ কেজি তুলেছেন।

ছেলেদের ৯৬ কেজি ওজন বিভাগে স্ন্যাচে ১২২, ক্লিনে এন্ড জার্কে ১৪০, মোট ২৬২ কেজি তুলে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জিয়ারুল ইসলাম। রুপা জয়ের পথে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সুমন দাস স্ন্যাচে ১০৯, ক্লিন এন্ড জার্কে ১৪০, মোট ২৪৯ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ের পথে ময়মনসিংহ জেলার আসিফ কামাল তালুকদার স্ন্যাচে ১০৫, ক্লিন এন্ড জার্কে ১৩৩, মোট ২৩৮ কেজি তুলেছেন।


একুশে সংবাদ/জি/আ

খেলাধুলা বিভাগের আরো খবর