সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৫ মার্চ, ২০২১

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় (২৫ মার্চ) বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়ামে ফিতা কেটে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার ড.এ এইচ.এম কামরুজ্জামান। পরে হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় দাবা প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক ফরিদা ইয়াসমীন লিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ড.এ এইচ.এম কামরুজ্জামান। 

সদস্য সচিব রাজু হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই মারমা, সহকারি পুলিশ সুপার মিমতানুর রহমান, এনএসআই উপ-পরিচালক মোঃ বশির উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারন সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সদর উপজেলা শাখার সভাপতি শংকর মজুমদার, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রব শামীম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল, জেলা আওয়ামীলীগের সাবেক সংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল হাসান পলাশ, দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, পালেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম টিপু প্রমুখ। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন।

একুশে সংবাদ/র/আ

খেলাধুলা বিভাগের আরো খবর