সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুজিব শতবর্ষ উপলক্ষে ম্যারাথনের উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

রাজবাড়ীর পাংশায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১। ২৭ ফেব্রুয়ারি শনিবার সকালে পাংশার দর্গাতলায় ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জিল্লুল হাকিম এমপি। 

এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম ব্যুরো প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাংশা দর্গাতলা থেকে দৌড় প্রতিযোগিতায় শুরু হয়ে মাছপাড়া কলেজ পয়েন্টে গিয়ে পাঁচ কিলোমিটার দূরত্বের এ দৌড় শেষ হয়। অনলাইন অ্যাপসে রেজিস্ট্রেশন করা তরুণরা অংশ নেন এই দৌড়ে।

উল্লেখ্য, দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন কার্যক্রম আগামী ৭ মার্চ পর্যন্ত চলমান থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণে এ ম্যারাথনের নাম উঠে গেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের (এইমস) ক্যালেন্ডারে। দেশব্যাপী চলমান সেনাবাহিনীর এই কার্যক্রম জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে সম্পন্ন হবে।

একুশে সংবাদ/রাহা/আ

খেলাধুলা বিভাগের আরো খবর