সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘কুকুর ছানা’

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৭ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মন খারাপে কুকুর ছানার
কাটলো দিন আজ,
এক ঘরেতে যাচ্ছে চলে
পায়না পথের আন্দাজ।

 

পথি পানে তাকিয়ে থাকে
বজ‍্য কোথায় পায়,
খিদের জ্বালায় কুকুরছানা
এদিক ওদিক চায়।

 

বৃষ্টি যেন কুকুর ছানার
খিদে নেয় কেড়ে,
নাতুশনুতুশ কুকুরছানার ও
থাকতে হয় ঘরে।

 

পশুর হাহাকারের ভাষা
কে বুঝে ভাই বল,
ঘরে থেকেও পশুরাজের
খবর নিই চল।

 

তোমার আমার সন্তান ও
কূকুর ছানার মতন,
সবাই মিলে চলোনা
করি এদের যতন।

 

লেখক: মিতা পোদ্দার।

 

একুশে সংবাদ/এসএপি

সাহিত্য বিভাগের আরো খবর