সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বন্ধু

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ৩ এপ্রিল, ২০২১

 
কবি রাকিবুল হাসান

ব্রম্মপুত্র নদীর তীরে,
হাজার লোকের ভীড়ে।

নিয়েছ বন্ধু করিয়া জায়গা,
এই বুকের গভীরে।

হৃদয় ও মাজারে বন্ধু রেখেছি তোমারে,
চিরদিন পাশে রেখো শুধু যে আমারে।

আমি তোমাদেরকে ভুলিব না তত দিন,
এই নদীর স্রোত প্রবাহমান থাকিবে যত দিন।

নদীর দুই তীরে রয়েছে দুই প্রান্ত,
তোরা সকলেই নদীর পানির মতই ছিলি অশান্ত। 
নদীর বুকে বয়ে আনে পলি,

আর আমার বুকে এসেছিল দুষ্ট বন্ধু গুলি।
নদীর পানি শুকিয়ে যায় যদি কোনো দিন,
তবু আমার মন সাগরের পানি রয়ে যাবে চিরদিন।

সেই পানিতে ভাসবি তোরা প্রতি দিন,
মনের স্রোতে ভেসে চলবি সারাদিন।
আমি তোদেরকে ভুলিব না বন্ধু কোনো দিন।

বন্ধু ওগো বন্ধু,
বন্ধু মানেই আমার জীবনের শ্রেষ্ঠ কেন্দ্র বিন্দু।

 

একুশে  সংবাদ/র/আ

 

সাহিত্য বিভাগের আরো খবর