সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নতুন সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৬ জানুয়ারি, ২০২১

সম্পর্ক কখনো বলে তৈরী হয় না, কিছু বুঝে উঠার সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই কিছু বিষয় আপনার মনে রাখা উচিত। কারণ আপনি যদি কোন কিছু না বুঝেই সম্পর্কের দিকে এগিযে যান, তাহলে পরবর্তীতে নানান সমস্যায় পড়তে হতে পারে। এজন্য সম্পর্ক গড়ে উঠার আগেই কয়েকটি বিষয় প্রথমেই মাথায় রাখুন।


বিশ্বাস: দুজনের সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একবার যদি বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, তাহলে সেই বিশ্বাস আবার অর্জন করতে বেশ বেগ পেতে হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বিশ্বাস ভঙ্গ হওয়ার ফলেই সম্পর্ক শেষ হয়ে গেছে , তাই বিশ্বাস যেনো না ভাঙ্গে সেদিকে খেয়াল রাখুন।

যোগাযোগ: একটি ভালো সম্পর্ক তখনি গড়ে উঠে যখন দুজনের মধ্যে ভালো যোগাযোগ থাকে। সবসময় যোগাযোগ রাখা একটি সম্পর্কের জন্য জরুরী। যোগাযোগ মানে এই নয় যে দিনে এক থেকে দুইবার খোঁজ খবর রাখলেই চলবে। একে ওপরের ভালো মন্দের খোঁজ খবর রাখা সেই সঙ্গে দিনের অন্যান্য সময়েও খোঁজ রাখা দরকারি।


স্বাধীনতায় হস্তক্ষেপ না করা: দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকবে এটাই কাম্য তবে প্রত্যেক মানুষের নিজের জন্য কিছু সময় রাখা উচিত। কারণ প্রত্যেকেই কিছুটা সময় এক নিজের চিন্তা ধারা নিয়ে থাকতে পছন্দ করেন। তাই একে উপরের স্বাধীনতায় হস্তক্ষেপ না করাই ভালো।

পরিবর্তন: কোনো মানুষই সবসময় একই থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুতেই পরিবর্তন আসে। এই পরিবর্তনের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। সেটা যদি না করতে পারেন তাহলে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।

তর্কে না যাওয়া: দুজন একসঙ্গে থাকলে ঝগড়া হবে এটাই স্বাভাবিক। তবে চেষ্টা করবেন ঝগড়া না বাড়িয়ে বা তর্কে না গিয়ে সেটা মিটিয়ে নিতে। ভুল হলে দোষ স্বীকার করে সমাধান করুন। কারণ এই সামান্য ঝগড়া ভবিষ্যতে সম্পর্ক নষ্ট হতে পারে।

ছাড় দেওয়া: কিছু বিষয় আছে যেখানে ছাড় দেওয়া ছাড়া কখনো একটি পরিপূর্ণ সম্পর্কে আপনি যেতে পারবেন না। যেমন সময়, কাজ এই বিষয় গুলোতে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

নিজেকে ভালোবাসা: এটি সব থেকে বেশি দরকারি সম্পর্ক ঠিকিয়ে রাখার ক্ষেত্রে। কারণ আপনি যদি নিজেকেই ভালো না বাসেন তাহলে আরেকজনকেও ভালোবাসতে এবং সম্মান করতে পারবেন।

একুশে সংবাদ/ম/আ

লাইফস্টাইল বিভাগের আরো খবর