সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টিকা দিতে নিজ উদ্যোগে তালিকা করছে সাত কলেজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৯ জুলাই, ২০২১

শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার লক্ষ্যে তালিকা সংগ্রহ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ। নিজ নিজ ওয়েবসাইটে আলাদাভাবে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে কলেজগুলো। তালিকা সংগ্রহের কাজ চললেও শিক্ষার্থীদের দ্রুত টিকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়৷ 

কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় বা স্বাস্থ্য অধিদফতর কেউই সাত কলেজের শিক্ষার্থীদের তালিকা চায়নি৷ নিজ উদ্যোগেই এই তালিকা প্রস্তুত করছে প্রতিষ্ঠান ৷ সাত কলেজের কয়েকজন অধ্যক্ষের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে৷ 

সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসিন কবীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি৷ আমরা এখনও এই বিষয়ে কোন পত্র পাইনি৷ আমরা নিজ উদ্যোগেই ডাটা সংগ্রহ করছি যাতে তালিকা চাইলেই আমরা দিতে পারি৷ 

অধিভুক্ত কলেজগুলোর প্রতিটি কলেজ আলাদা নোটিশ দিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে৷ এতে কয়েকটি কলেজের আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হলেও কয়েকটি এখনও বাকি৷ এগুলোর মধ্যে ঢাকা কলেজ শুধু মাত্র আবাসিক শিক্ষার্থীদের তালিকা নিলেও অন্য কলেজগুলো আবাসিক অনাবাসিক সব শিক্ষার্থীদের তালিকা নিচ্ছে৷ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত শুধু মাত্র আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে৷ 

অধিভুক্ত কলেজগুলোর টিকা রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ থেকে দেখা যায় ঢাকা কলেজের আবাসিক ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ১৭ জুলাই এবং ইডেন মহিলা কলেজ ১৮ জুলাই শেষ হয়েছে, তিতুমীর কলেজ ২৩ জুলাই, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কলেজ ওয়েবসাইটে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে৷ সরকারি বাঙলা কলেজের নতুন বিজ্ঞপ্তিতে ১৯ জুলাইয়ের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে৷ 

ঢাকা কলেজের শিক্ষার্থী মারুফ তালুকদার বলেন, অন্য সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়ে গেছে৷ আমাদের মাত্র তালিকা নেয়া শুরু হয়েছে৷ টিকা কবে পাব তার কোন সঠিক নির্দেশনা নেই৷ টিকা দিতে দেরি হলে ক্যাম্পাস খুলতেও তো দেরি হবে! আমরা এমনিতেই সেশনজটে আছি ৷ দ্রুত টিকা দিয়ে ক্যাম্পাস না খুললে সেশনজট আরো দীর্ঘ হবে৷

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তালিকা তৈরির বিষয়ে কোনো চিঠি পায়নি। 

সরকার তালিকা চাইলে যাতে দ্রুত সময়ের মধ্যে তথ্য পাঠানো যায় এজন্য নিজ উদ্যোগে তালিকা তৈরি করছি৷ আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীরা টিকা পাবে।

 

একুশে সংবাদ/হুমায়ুন/প

ক্যাম্পাস বিভাগের আরো খবর