সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ছুটিতে আজ ঘুরে আসুন ‘মিনি পতেঙ্গা’

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৯ মে, ২০২৩

‘মিনি কক্সবাজার’ বা মৈনট ঘাট এর মতো ঢাকার আশপাশেই আছে ‘মিনি পতেঙ্গা’ খ্যাত বাহ্রা ঘাট। এটিও ঢাকার কাছে একটি মনোমুগ্ধকর স্থান।


দোহার উপজেলায় অবস্থিত এই ঘাট বর্তমানে মিনি পতেঙ্গা নামে জনপ্রিয় হয়ে উঠেছে।


ঢাকার কাছাকাছি হওয়ায় আজ ছুটিতে রাজধানীবাসী ডে লং ট্রিপের জন্য বেছে নেন দৃষ্টিনন্দন এই স্থান। ঢাকার গুলিস্তান থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে এটি অবস্থিত। আজ তাই আপনিও ঘুরে আসতে পারেন আপনার ছুটির দিনটিতে।


বিগত কয়েক বছর ধরে বাহ্রাঘাট সেজেছে নতুন আঙ্গিকে। নদীভাঙন ঠেকাতে পদ্মা নদীর পাড়ের দীর্ঘ এলাকাজুড়ে বসানো হয়েছে ব্লক। এই ব্লকের উপর দিয়েই ঘুরে বেড়ান দর্শনার্থীরা।

 

মৈনট ঘাটের মতোই মিনি পতেঙ্গার পাড় থেকে পদ্মা নদীতে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যায়। ছোট-বড় নানা আকারের ইঞ্জিন নৌকা। ২৫০-৮০০ টাকা ঘণ্টায় এসব ইঞ্জিন নৌকায় ৪-২৫ জন একসঙ্গে ঘুরে বেড়ানো যায়।


যেভাবে যাবেন মিনি পতেঙ্গায়

রাজধানী ঢাকার গুলিস্তান থেকে বাসে সেখানে যেতে সময় লাগে মাত্র ২ থেকে আড়াই ঘণ্টা। গোলাপশাহ মাজার থেকে দোহারের মৈনট ঘাটে সরাসরি বাসে যেতে জনপ্রতি ভাড়া ৯০ টাকা।

 

একুশে সংবাদ.কম/সম  

পর্যটন বিভাগের আরো খবর