সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকের আকস্মিক মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে বেড়াতে মোবাইল ফোনে কথা বলছিলেন মতিউর রহমান। এসময় আকস্মিক ঢলে পড়ে গিয়ে ৪০ বছর বয়সী এই পর্যটকের মৃত্যু হয়। তিনি কুমিল্লা জেলার বুড়িশ্চং এলাকার বাসিন্দা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটেছে বলে জানান সাগরে গোসলরত পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

তিনি বলেন, কর্তব্যরত লাইফ গার্ড কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিক ওই পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, তীব্র গরমে হিট স্ট্রোকে নাকি অন্য কোন রোগে মারা গেছেন তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পর্যটকের মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/চ.আ/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর