সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪

হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করতে ইসরায়েলের পাল্টা যুদ্ধবিরতির প্রস্তাব হামাস পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। হামাস শনিবার (২৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার মুখে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরুর এই সম্ভাবনা দেখা দিলো।

হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল-হাইয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে শনিবার (২৭ এপ্রিল) বলেন, ‘হামাস আজ আমাদের অবস্থানের বিষয়ে ইহুদি আধিপত্যবাদীদের আনুষ্ঠানিক সাড়ার একটি সংকেত গ্রহণ করেছে। হামাসের পক্ষ থেকে মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের এ বিষয়ে ১৩ এপ্রিল তথ্য সরবরাহ করা হয়েছিল।’

হামাস এর আগে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তবে তা প্রত্যাখ্যান করেছিল ইসরায়েল।


একুশে সংবাদ/এন.টি./ এসএডি
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর