সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২৭ এপ্রিল আন্তর্জাতিক নকশা দিবস

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪

২৭ এপ্রিল বিশ্ব নকশা দিবস। ১৯৬৩ সালের ২৭ এপ্রিল প্রথম এ সংগঠনটি ব্রিটেনের লন্ডন শহরে প্রতিষ্ঠা করা হয়। ইহা অরাজনৈতিক সংগঠন। বহুবিদ নকশা ও তার ডিজাইন নিয়ে কাজ করে এ কাউন্সিল। কাউন্সিলে ১২০ সদস্য রয়েছে কার্যকরী পরিষদে।


৫০টি মতো দেশ এর সদস্য। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা নকশা ও ডিজাইন করে থাকে এমন প্রতিষ্ঠানের গ্রাফিক্স ডিজাইনার, স্থপতিরা এর সদস্য। মূলত বিভিন্ন কাজের গ্রাফিক্স ও নকশার মানন্নোয়নের জন্য এরা কাজ করে থাকে। 


বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সেমিনার, উৎসব, জাদুঘর, শহরের নকশা প্রণয়ন করে থাকে।এর বর্তমান সদর দফতর কানাডার মন্ট্রিলে।

জাতীয় বিভাগের আরো খবর