সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পর্যটন খাত খুললেও সুন্দরবনে যাওয়ার অনুমতি নেই

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৯ আগস্ট, ২০২১

দেশে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের দীর্ঘ সাড়ে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খোলা হয়েছে দেশের বিনোদনকেন্দ্রগুলো।

প্রস্তুতি শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খোলা শুরু করেছে পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু অনুমতি না মেলায় সুন্দরবনে ঘুরতে যেতে পারবেন না ভ্রমণপিপাসুরা। তবে করোনা পরিস্থিতি ইতিবাচক থাকলে দেশি-বিদেশি পর্যটকদের বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্ব সুন্দরবনের করমজল স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না মেলায় সারাদেশের মতো সুন্দরবন পর্যটকদের জন্য আজ উন্মুক্ত করতে পারেননি তারা।

বন বিভাগ সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ রোধে গত ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার পর গত সাড়ে চার মাসে প্রায় ১২ লাখ টাকার রাজস্ব হারিয়েছে বন বিভাগ।

সুন্দরবন উন্মুক্ত করার জন্য কোনো আদেশ এখনো আসেনি বলে জানান, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন,পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা যাচ্ছে না। আদেশ এলেই সর্বসাধারণের জন্য সুন্দরবন আবারও উন্মুক্ত হবে।

একুশে সংবাদ/জা/তাশা

পর্যটন বিভাগের আরো খবর